Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

মাঙ্কিপক্সের সংক্রমণ রোধে নিউইয়র্কে জরুরি অবস্থা ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০০:৫১, ৩১ জুলাই ২০২২

মাঙ্কিপক্সের সংক্রমণ রোধে নিউইয়র্কে জরুরি অবস্থা ঘোষণা

মাঙ্কিপক্সের সংক্রমণ রোধে নিউইয়র্কে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। রাজ্য গভর্নর ক্যাথি হোকুল গতকাল ২৯ জুলাই এই আদেশ জারি করেন। জরুরি অবস্থা জারির কারণে মাঙ্কিপক্সের সংক্রমণ নিয়ন্ত্রণে দ্রুততার সাথে ব্যবস্থা নিতে সক্ষম হবে প্রশাসন। 

গভর্নর বলেন, জরুরি অবস্থার নির্দেশ জারি করার ফলে স্বাস্থ্যসেবীরাও অধিকতর লোকজনকে ভ্যাকসিনের আওতায় নিয়ে আসতে সক্ষম হবেন। নিউইয়র্ক রাজ্যে দ্রæত ছড়িয়ে পড়ছে মাঙ্কিপক্স। 

গভর্নর হকুল বলেন, পুরো যুক্তরাষ্ট্রের মধ্যে মাঙ্কিপক্সে সংক্রমিত লোকজনের প্রতি চারজনের একজন নিউইয়র্কের। তাই সকল প্রকার তথ্য ও জরিপ বিশ্লেষণ করে স্বাস্থ্য সতর্কতার এই জরুরি অবস্থা জারি করা হয়েছে বলে উল্লেখ করেন গভর্নর। 

যুক্তরাষ্ট্রে নিউইয়র্কই প্রথম রাজ্য, যেখানে মাঙ্কিপক্সের জন্য জরুরি অবস্থা জারি করা হলো।


চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ইমেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পণ্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ