
যুক্তরাষ্ট্রের অভিবাসী প্রত্যাশী অবৈধ অভিবাসীরা নিউইয়র্কে আশ্রয় প্রার্থনা করলে সিটি মেয়র এরিক এডামস তাদের সাহায্য করবেন বলে ঘোষণা দিয়েছেন। নিউইয়র্কে শহরে অভিবাসী প্রত্যাশীদের সংখ্যা দিন দিন বেড়ে যাওয়ায় গত ১৯ জুলাই এই ঘোষণা দেন এরিক।
মেয়র বলেন, নিউইয়র্ক সবসময়ই নবাগতদের খোলা বুকে গ্রহণ করে আসছে। সাহায্যপ্রার্থীদের আহার বাসস্থানের ব্যবস্থা করা নগর কর্তৃপক্ষের নৈতিক বাধ্যবাধকতা।
গত কয়েক সপ্তাহে ২৮০০ জনের বেশি লোকজনের আগমন ঘটেছে। এদের আশ্রয় দেয়াসহ অন্যান্য মৌলিক চাহিদা সামাল দিতে নগর কর্তৃপক্ষকে হিমশিম খেতে হচ্ছে। এ কারণে অবিলম্বে বর্ধিত ফেডারেল সহযোগিতা প্রয়োজন।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।