নিউইয়র্কে বন্দুক বহনের পারমিট নিতে ফেসবুকসহ সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের তথ্য প্রদান করতে হবে। গত মাসে এই মর্মে একটি আইন পাশ হয়েছে। আইন অনুযায়ী পারমিটের আগে আবেদনকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো যাচাই-বাছাই করা হবে।
এমনকি বন্ধ হওয়া একাউন্টের তথ্যও তাকে দাখিল করতে হবে। সাইবার সিকিউরিটি বিভাগ ও আইনশৃংখলা বাহিনীর ছাড়পত্র পাবার পরই বন্দুক নিয়ে প্রকাশ্যে আসার পরমিট পাওয়া যাবে।
তবে পারমিট থাকলেও টাইমস স্কোয়ার, ফেডারেল ভবনসমূহ ও বড় ধরনের জন সমাবেশে বন্দুক নিয়ে যাওয়া যাবে না।
নিউইয়র্ক স্টেট এ আইন পাস করার পর সমালোচনার ঝড় বইছে। ফেসবুক ও টুইটার একাউন্টের তথ্য দেয়াকে অনেকেই ব্যক্তির স্বাধীনতার ওপর হস্তক্ষেপ বলে মনে করছেন।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।