Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

নিউইয়র্কে বন্দুক বহনে লাগবে সোশ্যাল মিডিয়ার তথ্য

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০১:২৮, ১৬ জুলাই ২০২২

আপডেট: ০১:৩০, ১৬ জুলাই ২০২২

নিউইয়র্কে বন্দুক বহনে লাগবে সোশ্যাল মিডিয়ার তথ্য

নিউইয়র্কে বন্দুক বহনের পারমিট নিতে ফেসবুকসহ সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের তথ্য প্রদান করতে হবে। গত মাসে এই মর্মে একটি আইন পাশ হয়েছে। আইন অনুযায়ী পারমিটের আগে আবেদনকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো যাচাই-বাছাই করা হবে। 

এমনকি বন্ধ হওয়া একাউন্টের তথ্যও তাকে দাখিল করতে হবে। সাইবার সিকিউরিটি বিভাগ ও আইনশৃংখলা বাহিনীর ছাড়পত্র পাবার পরই বন্দুক নিয়ে প্রকাশ্যে আসার পরমিট পাওয়া যাবে। 

তবে পারমিট থাকলেও টাইমস স্কোয়ার, ফেডারেল ভবনসমূহ ও বড় ধরনের জন সমাবেশে বন্দুক নিয়ে যাওয়া যাবে না। 

নিউইয়র্ক স্টেট এ আইন পাস করার পর সমালোচনার ঝড় বইছে। ফেসবুক ও টুইটার একাউন্টের তথ্য দেয়াকে অনেকেই ব্যক্তির স্বাধীনতার ওপর হস্তক্ষেপ বলে মনে করছেন।


চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ