নিউইয়র্ক সিটির প্রথম কোনো এশীয় বংশোদ্ভুত এবং মসলিম কমিশনার হিসাবে শপথ গ্রহণ করলেন আসীম রেহমান। তিনি সিটির প্রধান এডমিনিস্ট্রেটিভ ল জজ হিসাবে দায়িত্ব পালন করবেন। ৬ জুলাই বুধবার সিটি হলে মেয়র এরিক এডামস তাকে শপথবাক্য পাঠ করান। শপথ অনুষ্ঠানে এডমিনিস্ট্রেটিভ ল জজ আসীম রেহমানের মা, বাবা, স্ত্রী ও কন্যা ছাড়াও সাউথ এশিয়ান বার এসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট পল সরকার, এশিয়ান-আমেরিকান বার এসোসিয়েশন অব নিউইয়কের্র এক্সিকিউটিভ ডিরেক্টর ইয়াং চেন, মুসলিম বার এসোসিয়েশন অব নিউইয়র্কের সাবেক প্রেসিডেন্ট উমাইর খান এবং সাবেকভাইস প্রেসিডেন্ট শাব্বির চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন ছিলেন।
শপথ বাক্য পাঠ করানোর পর মেয়র এডামস বলেন, অফিস অব এডমিনিস্ট্রেটিভ ট্রায়ালস এন্ড হেয়ারিংস অত্যন্ত গুরুত্বপূর্ণএকটি অফিস আর সিটির চিফ এডমিনিস্ট্রেটিভ ল জজ পদটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। আসীম রেহমানের ওপর আজ সেই গুরুদায়িত্বঅর্পিত হলো। উল্লেখ্য গত ২৯ মার্চ মেয়র এরিক এডামস আসীম রেহমানের এ্যাপয়েন্টমেন্টের কথা ঘোষণা করেন। হ্যাভারফোর্ড কলেজ এবং ইউনিভার্সিটি অব মিশিগানের স্কুল অব ল থেকে গ্রাজুয়েশন ও জেডি করা আসীম রেহমান তার কাজ শুরু করেন সাদার্ন ডিস্ট্রিক্ট অব নিউইয়র্কে ফেডারেল ল ক্লার্ক হিসাবে। ২০১৪ সালে তিনি নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের ইনভেস্টিগেশন বিভাগে ইন্সপেক্টর জেনারেলের অফিসে জেনারেল কাউন্সেল হিসাবে দায়িত্বপালন শুরু করেন। ল জজ হিসাবে নিয়োগের আগে তিনি নিউইয়র্কসিটির ডিপাটর্মেন্ট অব কারেকশনের ডেপুিট কমিশনার
ছিলেন। আসীম রেহমান মুসলিম বার এসোসিয়েশন অব নিউইয়র্কের সহ প্রতিষ্ঠাতা এবং সাবেক সভাপতি। তিনি কিছুদিন নিউইয়র্কল স্কুলে পার্টটাইম অধ্যাপনাও করেছেন।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।