Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

নিউইয়র্কে নন-সিটিজেনদের ভোটাধিকার আটকে দিল আদালত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০১:৪৯, ৩ জুলাই ২০২২

নিউইয়র্কে নন-সিটিজেনদের ভোটাধিকার আটকে দিল আদালত

নিউইয়র্ক সিটিতে ননসিটিজেনদের ভোটাধিকার আটকে দিল আদালত। গত ডিসেম্বরে নিউইয়র্ক সিটি কাউন্সিল গ্রীনকার্ড, ওয়ার্কপারমিট ও ডাকা রিসিপিয়েন্টদের স্থানীয় নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের সুযোগ নিশ্চিত করে আইন পাস করে। 

এর মধ্য দিয়ে সিটিতে বসবাসকারি প্রায় ১০ লাখ অভিবাসীর ভোটাধিকার পাবার সম্ভাবনা উন্মোচিত হয়। এরপর নন সিটিজেন ইমিগ্র্যান্টদের ভোটাধিকার রুখতে মামলা করে রিপাবলিকানরা। 

স্ট্যাটেন আইল্যান্ড বোরো প্রেসিডেন্ট ও রিপাবলিকান দলের নেতা ভিটো ফসিলা রিচমন্ড কাউন্টি স্টেট সুপ্রীম কোর্টে এ মামলা দায়ের করেন।  

ইমিগ্র্যান্টরা সাধারনত ডেমোক্র্যাট দলীয় মনোভাবাপন্ন হওয়ায় এই ১০ লাখ লোক ভোটধিকার পেলে নিউইয়র্ক সিটির যে কোনো নির্বাচনে রিপাবলিক্যানদের জয়ের সম্ভাবনা একবারেই শূন্য হয়ে যাবে। 

অবশেষে গত ২৭ জুন স্ট্যাটেন আইল্যান্ড সুপ্রীম কোর্ট জাজ ননসিটিজেনদের ভোটধিকার সাংবিধানিকভাবে আ্ইনটি অবৈধ বলে ঘোষণা দেয়।


চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ