Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

এনওয়াই ডিস্ট্রিক্ট-৬ এর শিক্ষার্থীদের অ্যানুয়াল গ্রাজুয়েশন সিরিমন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০১:৫৬, ২৮ জুন ২০২২

এনওয়াই ডিস্ট্রিক্ট-৬ এর শিক্ষার্থীদের অ্যানুয়াল গ্রাজুয়েশন সিরিমন

নিউইয়র্কের ডিস্ট্রিক্ট-৬ এ বসবাসরত শিক্ষার্থীদের সম্মানে অ্যানুয়াল গ্রাজুয়েশন সিরিমনি অনুষ্ঠিত হয়েছে। কংগ্রেসওম্যান গ্রেস মেং-এর অফিসের উদ্যোগে এই আয়োজন করা হয়। এতে ডিস্ট্রিক্ট-৬ এ বসবাসরত শিক্ষার্থীদের পাশাপাশি তাদের অভিভাবকরাও অংশ নেন। 

শিক্ষার্থীদের কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ তাদের হাতে সার্টিফিকেট তুলে দেন কংগ্রেসওম্যান গ্রেস মেং। এছাড়া তিনি শিক্ষার্থীদের অভিভাবকদের সঙ্গে শিক্ষা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন। 

গ্রেস মেং বলেন, ডিস্ট্রিক্ট-৬ এর শিক্ষার্থীদের সম্মানে অ্যানুয়াল গ্রাজুয়েশন সিরিমনির আয়োজন করতে পেরে আমি গর্ববোধ করছি। আশাকরি, আমরা প্রত্যেক বছর এমন আয়োজনের মধ্য দিয়ে শিক্ষার্থীদের উৎসাহ প্রদান করতে পারবো।


চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ