Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

সিটির সাবওয়েতে একক পুলিশ টহল শুরু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০১:৩৮, ২৪ জুন ২০২২

আপডেট: ০১:৩৯, ২৪ জুন ২০২২

সিটির সাবওয়েতে একক পুলিশ টহল শুরু

নিউইয়র্ক সিটির সবচেয়ে বড় গণপরিবহন ব্যবস্থা সাবওয়েকে নিরাপদ করার উদ্দেশে সাবওয়েতে আইন প্রয়োগকারী সংস্থার উপস্থিতি সম্প্রসারণ করতে নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের সদস্যদের একক টহলের ব্যবস্থা করা হয়েছে। 

সিটির সর্ববৃহৎ পুলিশ ইউনিয়নের আপত্তি অগ্রাহ্য করে মেয়র এরিক অ্যাডামস এক সাংবাদিক সম্মেলনে এ সিদ্ধান্তের কথা ঘোষণা করেছেন। গত ২০ জুন থেকে এই টহল শুরু হয়েছে বলে মেয়র জানান। 

একক পুলিশ টহল সম্পর্কে বলেন, আমি যখন পুলিশ অফিসার ছিলাম তখন এ দায়িত্ব পালন করেছি। আমি নিজে যে কাজ করিনি তা করার জন্য কাউকে বলবো না, যা করেছি শুধু তাই করতে বলবো। তিনি বলেন, শুধু নির্দিষ্ট কিছু স্টেশনে পুলিশের একক টহলের ব্যবস্থা থাকবে। 

‘কাউকে সারারাত ধরে টহলের জন্য বাধ্য করা হবে না। সিটির সম্পদকে কতটা কার্যকরভাবে ব্যবহার করা যায়, আমরা সেই চেষ্টা করছি। যদি একজন পুলিশ সদস্যের টহল কার্যকর বলে বিবেচিত হয়, তাহলে আমরা তা অব্যাহত রাখবো।’


চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ