নিউইয়র্কে ধ্বংস করা হলো শতাধিক ডার্ট মোটরসাইকেল। নামি-দামি ব্রান্ডের এসব মোটরসাইকেল বুলডোজার দিয়ে গুড়িয়ে দেয়া হয়। ধ্বংস করা এসব ডার্ট বাইক নিউইয়র্ক শহরে নিষিদ্ধ। অন্যান্য মোটরসাইকেলের চেয়ে ডার্ট বাইকের শব্দ কয়েকগুণ বেশি।
চলতি বছর অন্তত দুই হাজার ডার্ট বাইক জব্দ করেছে শহরটির পুলিশ, যার মধ্যে প্রথম দফায় গুঁড়িয়ে দেয়া হলো শতাধিক বাইক। নিউইয়র্কের মেয়র এরিক এডামসের দাবি, এসব বাইক সাধারণ মানুষের জন্য বিরক্তিকর আর বিপজ্জনক।
তিনি বলেন, কিন্তু তারপরও প্রতিদিনই রাস্তায় এ বাইকগুলো আমাদের দেখতে হয়, এর বিরক্তিকর শব্দ শুনতে হয়। এসব বাইক আমাদের জীবনযাপনের শান্তি নষ্ট করে। কাজেই এসব বাইক আমরা নিউইয়র্কের রাস্তায় কোনোভাবেই চলতে দেবো না। এগুলো জব্দ করে গুড়িয়ে দেওয়া হবে।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।