Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

নিউইয়র্কে দোকানে চুরি, ৩.৮ মিলিয়ন পণ্যসহ আটক ৪১

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৩:০২, ৩০ মে ২০২২

নিউইয়র্কে দোকানে চুরি, ৩.৮ মিলিয়ন পণ্যসহ আটক ৪১

নিউইয়র্ক সিটির অভিজাত দোকানগুলোকে প্রতিনিয়ত চুরির ঘটনা ঘটছে। এর পেছনে কাজ করছে বড় একটি চক্র। অবশেষে ৩.৮ মিলিয়ন দামের পণ্যসহ চোরাইচক্রের ৪১ জন সদস্যকে আটক করা হয়েছে। গত ২৭ মে আটকের বিষয়টি নিশ্চিত করেন গোয়েন্দা কর্মকর্তারা। 

এসময় ৩.৮ মিলিয়নের বেশি চুরি করা খুচরা পণ্য এবং ৩ লক্ষ ডলারের বেশি নগদ অর্থ জব্দ করা হয়। গোয়েন্দা কর্মকর্তারা জানান, এতে রনি রুবিনভ নামের একজনকে প্রধান হিসেবে শনাক্ত করা গেছে। 

তার নির্দেশে শহরের বিভিন্ন স্থানে চুরির কাজগুলো সংগঠিত হতো। নিউইয়র্ক সিটির মেয়র এরিক এডামস এক সংবাদ সম্মেলনে বলেন, এই চুরির পেছনে রয়েছে তাদের অত্যাধিক মাত্রায় লোভ। আর এই লোভ নিউইয়র্কবাসীকে প্রতিনিয়ত শোষণ করে যাচ্ছে। 

‘আমরা কোনো অপরাধ ছোট করে দেখছি না। শহরের পরিস্থিতি স্বাভাবিক রাখতে সব ধরণের অপরাধীদের বিচারের আওতায় আনা হবে।’


চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ