
একের পর এক বন্দুক হামলার উদ্বিগ্ন মার্কিন জনগণ। এই পরিস্থিতির মধ্যেই ইনস্টাগ্রামে পোস্ট দিয়ে নিজের স্কুলে বন্দুক হামলা চালানোর ঘোষণা দিয়েছে নিউইয়র্কের এক কিশোর! গত ২৬ মে রাতে ১৬ বছর বয়সী ওই কিশোরকে নিজ বাসা থেকে আটক করে পুলিশ।
জানা গেছে, ওই কিশোর সাফোক কাউন্টির বেলপোর্ট হাই স্কুলের শিক্ষার্থী। সে নিজের স্কুলে ভয়াবহ বন্দুক হামলা চালানো হবে- এমন বিষয় উল্লেখ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দেয়। বিষয়টি চারদিকে ছড়িয়ে পড়লে পুলিশ তাকে বেলপোর্টের বাড়ি থেকে আটক করে।
জেলা অ্যাটর্নি রেমন্ড টিয়ারনি বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা এই হুমকি গুরুত্ব সহকারে নিয়েছি। কিশোরটির বিরুদ্ধে সন্ত্রাসী হুমকির অভিযোগ আনা হয়েছে।
তিনি বলেন, আমরা সাফোক কাউন্টিতে অবস্থানরত বাবা-মা, শিক্ষক, স্কুলের কর্মকর্তা এবং স্কুল নিরাপত্তা জোরদার করার সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। আমাদের বাচ্চাদের সুরক্ষিত রাখার বিষয়ে কাজ করার জন্য একটি স্কুল সেফটি সামিটের আয়োজন করা হবে।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।