নিউইয়র্ক ইউনিভার্সিটির ১৮৮তম গ্র্যাজুয়েশনে ভিআইপি সংবর্ধনা ও নৈশভোজের অনুষ্ঠানে একমাত্র ছাত্র বক্তা ছিলেন মেহরিন মহসিন আলী। বাংলাদেশি-আমেরিকান বীর মুক্তিযোদ্ধা ড. মো. মহসিন ও মাহফুজা আলীর কনিষ্ঠ সন্তান মেহরীন ছিলেন এই ইউনিভার্সিটি ছাত্র সংসদের (স্টুডেন্ট গভর্নমেন্ট বোর্ড) প্রেসিডেন্ট।
১৮ মে ইয়াঙ্কি স্টেডিয়ামে সমাবর্তন-সমাবেশের আগের সন্ধ্যায় ম্যানহাটনে কিমেল সেন্টারে ভিআইপি সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এই প্রথম একজন বাংলাদেশি বংশোদ্ভূত ছাত্র লক্ষাধিক ছাত্রের সংসদের এবং কোনো আমেরিকান বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের (স্টুডেন্ট গভর্নিং বোর্ড) প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন ভোটের মাধ্যমে।
উল্লেখ্য, ভিআইপি সংবর্ধনা অনুষ্ঠানে একমাত্র অভিভাবক হিসেবে বীর মুক্তিযোদ্ধা ড. মো. মহসিন ও মাহফুজা আলীকে আমন্ত্রণ জানানো হয় বিশেষ সম্মানিত অতিথি হিসেবে।
আরও উল্লেখ্য, মেহরিন গ্র্যাজুয়েশন করলেন বিশেষ কৃতিত্বের সাথে। অর্থাৎ নেতৃত্ব প্রদানের পাশাপাশি লেখাপড়ায়ও এগিয়ে ছিলেন।