Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

বাফেলোতে বন্দুক হামলায় নিহতদের পাশে জো বাইডেন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০২:১৮, ২০ মে ২০২২

বাফেলোতে বন্দুক হামলায় নিহতদের পাশে জো বাইডেন

নিউইয়র্কের বাফেলো শহরে বন্দুক হামলায় নিহতদের পরিবার ও আহতদের পাশে দাঁড়িয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। ১৭ মে বাফেলোতে আসেন তিনি। বন্দুক হামলার নিহত কৃষ্ণাঙ্গ কমিউনিটির পাশে দাঁড়ানোর জন্য প্রেসিডেন্টকে ধন্যবাদ জানান কমিউনিটি নেতারা। 

হামলায় নিহত ও আহতদের পরিবারের সদস্য ও স্থানীয় কমিউনিটির সাথে বাফেলো গ্রাইডার কমিউনিটি সেন্টারে মতবিনিময় করেন বাইডেন। 

এ সময় ঘটনাটিকে অভ্যন্তরীণ সন্ত্রাস উল্লেখ করে বাইডেন বলেন, ‘শ্বেতাঙ্গ আধিপত্যবাদ একটি মারাত্মক বিষ।’ এ ধরনের ঘটনা আর হতে দেয়া যাবে না বলে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি। 

প্রেসিডেন্ট বলেন, ‘এখানে যা হয়েছে, তা সন্ত্রাসী কর্মকাণ্ড। এটা ঘৃণা থেকে উৎসারিত একটি জঘন্য অপরাধ, যা ক্ষমতার জন্য করা হয়েছে। খারাপ শক্তি কখনোই জিততে পারবে না।’ 

হোয়াইট হাউস বন্দুক নিয়ন্ত্রণ আইন সংস্কারের বিষয়ে যেমন বিভিন্ন পদক্ষেপের কথা বলছে, তেমনি এ নিয়ে কিছু সীমাবদ্ধতার কথাও স্বীকার করেছে তারা।


চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ