Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

নিউইয়র্কে ‘ডিজিটাল বাংলাদেশ আইটি ইনভেস্টমেন্ট সামিট’ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:৩৫, ১১ মে ২০২২

নিউইয়র্কে ‘ডিজিটাল বাংলাদেশ আইটি ইনভেস্টমেন্ট সামিট’ অনুষ্ঠিত

নিউইয়র্কে অনুষ্ঠিত হয়ে গেল ‘ডিজিটাল বাংলাদেশ আইটি ইনভেস্টমেন্ট সামিট’। গতকাল ৯ মে নিউইয়র্কের ট্রাম্প ভবনে বাংলাদেশ হাইটেক পার্ক অথরিটি এবং আইটি হাব ইনভেস্টমেন্ট এর উদ্যোগে এই আয়োজন সম্পন্ন হয়। 

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। 

এছাড়া সংসদ সদস্য অপরাজিতা হক এবং নাহিদ খান, প্রধানমন্ত্রী কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক জুয়েনা আজিজ এবং বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান সিরাজুল ইসলাম, যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শহিদুল ইসলাম, নিউইয়র্কে কনসাল জেনারেল মনিরুল ইসলাম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক ডা. বিকর্ণ কুমার ঘোষ।


চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ