Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

নিউইয়র্কে অপরাধ বৃদ্ধিতে বিচারকদের দুষলেন এরিক এডামস

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩:৩২, ১০ মে ২০২২

নিউইয়র্কে অপরাধ বৃদ্ধিতে বিচারকদের দুষলেন এরিক এডামস

রাস্তাঘাট, শপিং মল, সাবওয়ে, বসতবাড়ি- নিউইয়র্কের প্রায় সব জায়গায় প্রতিদিন ঘটছে নানা ধরনের অপরাধ। সম্প্রতি নিউইয়র্ক সিটি পুলিশের এক প্রতিবেদনে দেখা গেছে, শহরের অপরাধ ৩৪ শতাংশ বেড়ে গেছে। 

আর এই অপরাধ বৃদ্ধির পেছনে বিচারকদের ঘাড়ে দায় চাপালেন সিটি মেয়র এরিক এডামস। গত ৬ মে টাইমস স্কয়ারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমনটাই ইঙ্গিত করেন মেয়র। 

এডামস বলেন, বিচারকরা অতি সহজেই অপরাধীদের মুক্ত করছেন, যা অপরাধ দমনের অন্তরায়। মেয়র এরিক বলেন, সিটির অপরাধ দমনে পুলিশ সদা তৎপর রয়েছে।

এরিক এডামস বলেন, তারা যে কোন পরিস্থিতিতে ছুটে যাচ্ছে। অপরাধীদের আটক করার পর আবার রাস্তায় ফিরতেই সেই অপরাধী ছাড়া পেয়ে যাচ্ছে। এভাবে হলে অপরাধ দমানো একটি কষ্টসাধ্য কাজ।


চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ