নিউইয়র্কের প্রখ্যাত কয়েকজন ইন্টারফেইথ লিডারকে স্বীকৃতি প্রদান করেছেন রাজ্যের আইনসভার স্পিকার কার্ল ই হিস্টি। গত ২৫ এপ্রিল হিস্টির সঙ্গে সাক্ষাৎ করেন এসব আন্তঃধর্মীয় নেতারা। এ সময় স্পিকার হিস্টি তাদেরকে ‘শান্তির দূত’ বলে অভিহিত করেছেন।
এই ইন্টারফেইথ লিডাররা হলেন- জ্যামাইকা মুসলিম সেন্টারের ডিরেক্টর ইমাম শামসি আলি, ইন্টার রিলিজিওয়াস ফেডারেশন অব ওয়ার্ল্ড পিস-এর ডিরেক্টর ড. ফ্র্যাঙ্ক কাউফম্যান, ওয়ার্ল্ড ইয়োগা কমিউনিটির গ্লোবাল চেয়ারম্যান দিলিপকুমার গুরুজি এবং ইন্টারফেইথ সেন্টার অব ইউএসএ-এর প্রেসিডেন্ট মুহাম্মদ শহীদুল্লাহ।
স্পিকার কার্ল ই হিস্টি তার বক্তব্যে এসব কমিউনিটি লিডারদের নাম উল্লেখ তাদের কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন।
তিনি বলেন, বিশ্ব মানবতার সংকটগুলোর মধ্যে অন্যতম একটি হলো ধর্মের নামে বিভাজন আর সংঘাত। এর বিপরীতে শান্তির দূত হিসেবে কাজ করে যাচ্ছেন আমাদের ইন্টারফেইথ লিডাররা। আমি তাদের প্রত্যেককে ধন্যবাদ জানাতে চাই এবং কর্মকাণ্ডের আরও সফলতা কামনা করি।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।