
নিউইয়র্ক সিটি মেয়র অফিসের পক্ষ থেকে মুসলিম কমিউনিটির সম্মানে ইফতার পার্টি অনুষ্ঠিত হয়েছে। এই ইফতার অনুষ্ঠানকে কেন্দ্র করে গতকাল ২০ এপ্রিল সিটি হলের মিলনায়তনটি নিউইয়র্কের মুসলিম কমিউনিটির মিলনমেলায় পরিণত হয়।
বিকেল থেকেই সিটি হলে আসতে শুরু করেন আমন্ত্রিত অতিথিরা। উপস্থিত ছিলেন মেয়র অফিসের কর্মকর্তা, কমিউনিটি লিডার, অ্যাক্টিভিস্ট, মূলধারার রাজনীতিবিদ, বিশেষকরে মুসলিম কমিউনিটির বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্টজন।
মেয়র অফিসের উদ্যোগে আয়োজিত এই ইফতারে স্পন্সর হিসেবে যুক্ত ছিল কাউন্সিল অব পিপলস অরগানাইজেশন, ভালো ব্রিজিং দ্য গ্যাপ, মুসলিম কমিউনিটি সেন্টার তথা এমসিসি এবং ভিন্টেজ ফুড কর্পস।
ইফতার এবং মাগরেবের নামাজের পর বক্তব্য রাখেন মেয়র এরিক এডামস। তিনি তার বক্তব্যে জোর দিয়ে বলেন, মুসলিম কমিউনিটি এই সিটির গুরুত্বপূর্ণ অংশ।
মেয়র আরও বলেন, আমাদের সকল অগ্রগতি ও সমৃদ্ধিতে আপনারা অসামান্য অবদান রেখে চলেছেন। তাই সিটি অফিসের পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাই।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।