নিউইয়র্কের পরবর্তী স্যানিটেশন কমিশনার হিসেবে মনোনীত হয়েছেন জেসিকা টিশ। যিনি শহরের বর্জ্য সংগ্রহ, পুনর্ব্যবহার এবং নিষ্পত্তির পাশাপাশি শহরের রাস্তার প্রায় ৬ হাজার ৫’শ মাইল পরিচ্ছন্নতা ও তুষার অপসারণের ব্যবস্থা করবেন।
আজ ১৮ এপ্রিল এক বিবৃতিতে সিটি মেয়র এরিক এডামস এই তথ্য নিশ্চিত করেছেন। এডামস বলেন, জেসিকা টিশকে শহরের পরবর্তী স্যানিটারি কমিশনার হিসেবে মনোনীত করা হয়েছে। তিনি এডওয়ার্ড গ্রেসনের স্থলাভিষিক্ত হবেন।
এডামস বলেন, জেসিকা তার সারাজীবন সিটির জনসাধারণের জন্য কাজ করে গেছেন। তার জ্ঞান ও অভিজ্ঞতা কোন দিক থেকে কম নেই। আশা করছি তার দায়িত্বে সিটির স্যানিটেশন কার্যক্রম আরো বেগবান হবে।
প্রসঙ্গত, জেসিকা টিশ এর আগে নিউইয়র্ক সিটি পুলিশ বিভাগের তথ্য প্রযুক্তির ডেপুটি কমিশনার হিসাবে নিয়োজিত ছিলেন।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।