
প্রচারণা তহবিলে অর্থ যোগানের বিনিময়ে রাজ্যের অনুদান পাইয়ে দেওয়ার অভিযোগ উঠেছে নিউইয়র্কের লেফটেন্যান্ট গভর্নর ব্রায়ান এ ব্যাঞ্জামিনের বিরুদ্ধে। এর জের ধরে তাঁকে আদালতে উপস্থিত হয়ে জামিন নিতে হয়েছে।
জামিন নেওয়ার কয়েক ঘণ্টা পর রাজ্য গভর্নর ক্যাথি হকুল লেফটেন্যান্ট গভর্নর বেঞ্জামিনের পদত্যাগের কথা জানান। গতকাল ১২ এপ্রিল ক্যাথি হকুল ঘোষণা করেন, ব্রায়ান বেঞ্জামিনের পদত্যাগপত্র তিনি গ্রহণ করেছেন।
তিনি বলেন, ‘যদিও আইনিপ্রক্রিয়া চলছে, তবে এটা আমাদের দুজনের কাছেই স্পষ্ট যে তিনি লেফটেন্যান্ট গভর্নর হিসেবে কাজ চালিয়ে যেতে পারবেন না। নিউইয়র্কবাসী তাদের সরকারের প্রতি নিরঙ্কুশ আস্থা পাওয়ার যোগ্য এবং আমি তাদের জন্য প্রতিনিয়ত কাজ চালিয়ে যাব।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।