নিউইয়র্কের ব্রুকলিনে ভয়াবহ বন্দুক হামলা ও বিস্ফোরণের ঘটনায় সন্দেহভাজন এক ব্যক্তির নাম প্রকাশ করেছে পুলিশ। হামলার সাথে জড়িত সন্দেহভাজন ওই ব্যক্তির নাম ফ্র্যাঙ্ক জেমস। নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্ট তথা এনওয়াইপিডি এই তথ্য জানিয়েছে।
ফ্র্যাঙ্ক জেমস হামলার ঘটনার আগে একটি ভ্যান ভাড়া করে। এর সাথে হামলার যোগসূত্র রয়েছে বলে পুলিশের ধারণা। ফিলাডেলফিয়া থেকে ভ্যানটি ভাড়া করা হয়। হামলাস্থলে ভ্যানটির চাবি পাওয়া যায়।
প্রসঙ্গত, গতকাল ১২ এপ্রিল সকালে সানসেট পার্ক নেইবারহুডের ৩৬ স্ট্রিট সাবওয়ে স্টেশনে বিস্ফোরণ ও গুলি ছোঁড়া হয়। এই হামলায় অন্তত ২০ জন আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে নিরাপত্তারক্ষীরা বেশ কিছু অবিস্ফোরিত ডিভাইস উদ্ধার করে।
নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের চিফ ডিটেক্টিভ জেমস এসিগ জানান, হামলা সম্পর্কে কারো কাছে কোনো তথ্য থাকলে হটলাইন নম্বরে ফোন করে জানাতে অনুরোধ করেছেন।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।