
নিউইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামস ক্ষমতা গ্রহণের ১০০তম দিন অতিক্রম করেছেন। গতকাল ১০ এপ্রিল ছিল তার ক্ষমতাগ্রহণের ১০০ দিন। এই দিনটিতেই খবর বেরিয়েছে, প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন মেয়র এরিক অ্যাডামস।
মেয়রের অফিস থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। চলতি এপ্রিল মাসের ২ তারিখে ওয়াশিংটনের গণ্যমান্য ৬৩০ জন অতিথির সঙ্গে ডিনারে অংশ নিয়েছিলেন মেয়র এডামস।
সেখান থেকেই তার শরীরে করোনার জীবাণু প্রবেশ করতে পারে বলে ধারণা করা হচ্ছে। কারণ পরবর্তীতে জানা গেছে, সেই ইভেন্টে অংশ নেওয়া ৬৭ জন করোনা পজিটিভ হয়েছেন।
ওই ঘটনার পর এরিক এডামস আরও বেশ কয়েকটি ইভেন্টে অংশ নিয়েছেন। বর্তমানে আইসোলেশনে রয়েছেন মেয়র এরিক। সংক্রমণে তাঁর মৃদু লক্ষণ দেখা গেছে বলে জানানো হয়েছে।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।