
পবিত্র রমজানের ভাব-গাম্ভীর্যের মধ্য দিয়ে নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের ইফতার পার্টি অনুষ্ঠিত হয়েছে। গতকাল ৮ এপ্রিল জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি হলে এই আয়োজন সম্পন্ন হয়।
এতে মরহুম সাংবাদিক ফাজলে রশীদ, সদ্য প্রয়াত বিশিষ্ট ব্যাংকার ও ক্রিকেটার ওয়াহিদুল করীম বাবুল, বাংলাদেশ সোসাইটির সভাপতি মরহুম কামাল আহমেদসহ মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে যারা ইন্তেকাল করেছেন, তাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া করা হয়েছে।
নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি আবু তাহেরের সভাপতিত্বে অনুষ্ঠিত এই মাহফিল পরিচালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পদক মনোয়ারুল ইসলাম।
অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত এবং বিশেষ দোয়া পরিচালনা করেন প্রেসক্লাবের কোষাধ্যক্ষ রশীদ আহমদ। হামদ ও নাত পরিবেশন করেন এটর্নি মঈন চৌধুরী।
মাহফিলে নিউইয়র্কের বিভিন্ন বাংলা মিডিয়ার সম্পাদক, সাংবাদিক, ব্যবসায়ী, কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।