Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

নিউইয়র্কের ৫ কাউন্টিতে মাস্ক পরিধানের পরামর্শ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০২:৩৮, ৮ এপ্রিল ২০২২

নিউইয়র্কের ৫ কাউন্টিতে মাস্ক পরিধানের পরামর্শ

নিউইয়র্ক স্টেটের মধ্যবর্তী অঞ্চল অর্থাৎ আপস্টেট নিউইয়র্কে কোভিড ১৯-এর সংক্রমণ ১৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এর প্রেক্ষিতে স্বাস্থ্য কর্মকর্তারা সেখানকার পাঁচটি কাউন্টিতে সকলকে মাস্ক পরিধান করার পরামর্শ দিয়েছেন। 

যে কাউন্টিগুলো মাস্ক পরার পরামর্শের আওতার মধ্যে পড়েছে সেগুলো হলো- কেউগা, কোর্টল্যাণ্ড, ম্যাডিসন, ওনোনদাগা এবং ওসওয়েগো। 

স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের যে স্টেটগুলোতে করোনা ভাইরাসের সংক্রমণ নতুন কওে বৃদ্ধি পাচ্ছে সেগুলোর মধ্যে নিউইয়র্কের অবস্থান নবম। 

করোনাভাইরাসের সংক্রমণ শুরু হওয়ার পর থেকে নিউইয়র্ক স্টেটে ৫০ লাখ ৫৮১৮ জনের করোনা পজেটিভ এসেছে। এই সংখ্যা রাজ্যের মোট বাসিন্দার এক চতুর্থাংশেরও বেশি। এর মধ্যে মারা গেছেন ৬৮ হাজার।


চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ