
চেজ ব্যাংকের কুইন্স শাখায় ডাকাতির ঘটনা ঘটেছে। গত ১ এপ্রিল শুক্রবার এই ঘটনা ঘটে। বিকেল ৪টা ৪০ মিনিটে একজন লোক ব্যাংকটিতে প্রবেশ করে এবং নগদ নোট দাবি করে টেলারকে অতিক্রম করে ভিতরে চলে যায়।
৩১ বছর বয়সী মহিলা টেলার তার নিরাপত্তার ভয়ে সন্দেহভাজন ব্যক্তিকে বাধা দেননি। তিনি ওই ব্যক্তির নির্দেশ মতো প্রচুর পরিমাণ নগদ অর্থ সরবরাহ করেন।
এরপর ওই ব্যক্তি হেঁটে ব্যাংক থেকে বেরিয়ে অজানা গন্তব্যে পালিয়ে যায়। সন্দেহভাজন ওই ব্যক্তি পাতলা গড়নের। তার গায়ের রং হালকা।
তাকে লাল টুপি, নীল জিন্স, কালো হুডযুক্ত সোয়েটশার্ট এবং সার্জিক্যাল মাস্ক পরা অবস্থায় দেখা গেছে। লোকটির ব্যাপারে কারও কাছে তথ্য থাকলে এনওয়াইপিডির ক্রাইম স্টপার্স হটলাইনে যোগাযোগ করতে বলা হয়েছে।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।