
কুইন্স বরোর ১৪টি কমিউনিটি বোর্ডে সদস্য হিসেবে মনোনীত হলেন ১৬ বাংলাদেশি আমেরিকান। তারা মূলত বাংলাদেশি অধ্যুষিত এলাকাগুলোর ৭টি কমিউনিটি বোর্ডে মনোনীত হলেন। এসব এলাকার উন্নয়নসহ নানা বিষয়ে পরামর্শ ও সুপারিশ করবেন তারা।
গত ৪ এপ্রিল কুইন্স বরো প্রেসিডেন্ট ডনোভান রিচার্ডস কমিউনিটি বোর্ডে মনোনীত সদস্যদের নাম ঘোষণা করেন।
তারা হলেন- কমিউনিটি বোর্ড ১-এ আমিন মেহেদি বাবুল, কমিউনিটি বোর্ড ২-এ ওসমান চৌধুরী, কমিউনিটি বোর্ড ৪-এ আবু জাফর মাহমুদ ও দেওয়ান তারেক, কমিউনিটি বোর্ড ৮-এ ফখরুল ইসলাম দেলোয়ার, দিল আফরোজ আহমেদ, দিলীপ নাথ ও মোহাম্মদ তুহিন।
কমিউনিটি বোর্ড ৯-এ কামাল ভূঁইয়া, কমিউনিটি বোর্ড ১০-এ মোহাম্মদ আমিন, ফজলুর রহমান, কমিউনিটি বোর্ড ১২-তে তানভীর চৌধুরী, নূরুল হক, আকতার রহমান টিপু ও খন্দকার ইসলাম।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।