Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

এনওয়াইপিডির অ্যান্টি ক্রাইম ইউনিটের তৎপরতা বৃদ্ধি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০১:১০, ২৫ মার্চ ২০২২

এনওয়াইপিডির অ্যান্টি ক্রাইম ইউনিটের তৎপরতা বৃদ্ধি

আফ্রিকান আমেরিকান কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েড হত্যাকাণ্ড ইস্যুতে ২০২০ সালে বিলুপ্ত করা হয়েছিল নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্ট তথা এনওয়াইপিডির অ্যান্টি ক্রাইম ইউনিট। এটি পুনরায় কার্যকর ও সম্প্রসারণ করার ঘোষণা দেওয়া হয়েছে। ইতোমধ্যেই ইউনিটটি কাজ শুরু করেছে। 

সিটিতে অপরাধমূলক কর্মকাণ্ড বৃদ্ধি পাওয়ার প্রেক্ষিতে কার্যকরভাবে অপরাধ মোকাবিলা করার জন্য গত ২১ মার্চ এ সংক্রান্ত ঘোষণা দেন মেয়র এরিক এডামস। 

২০২০ সালের ২৫ মে মিনেসোটার মিনিয়াপলিসে জাল নোট রাখার অভিযোগে গ্রেফতারকৃত আফ্রিকান আমেরিকান জর্জ ফ্লয়েডকে পুলিশ অফিসার ডেরেক চওভিন শ্বাসরুদ্ধ করে হত্যার প্রতিবাদে যে আন্দোলন শুরু হয় তাতে সাড়া দিয়ে নিউইয়র্ক পুলিশের এন্টি ক্রাইম ইউনিটের কার্যক্রম বন্ধ করা হয়েছিল। 

পুনরায় এই ইউনিট কার্যকর করার পর গত সোমবার শুধু ব্রঙ্কস থেকেই ৩১ জন সন্দেহভাজন অপরাধী এবং দশটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।


চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ