
জ্যাকসন হাইটস থেকে নির্বাচিত কাউন্সিলম্যান শেখর কৃষনান নিউইয়র্ক নগরের পার্ক উন্নয়নে পাঁচ দফা পরিকল্পনা ঘোষণা করেছেন। নগরের উদ্যানগুলো আরও সবুজায়ন করা হবে। ওয়াটার পুল বৃদ্ধি করা হবে। পার্কে বিনোদন ও খেলাধুলার সুযোগ বৃদ্ধি করা হবে।
নগর আইনসভার পার্কস অ্যান্ড রিক্রিয়েশন কমিটির চেয়ারম্যান হিসেবে শেখর কৃষনান গত ১৪ মার্চ জ্যাকসন হাইটেসের কাছে করোনা পার্কে দাঁড়িয়ে নগরের উদ্যান নিয়ে নিজের পরিকল্পনার কথা জানিয়েছেন।
তিনি বলেন, মহামারি আমাদের দেখিয়ে দিয়েছে মুক্ত উদ্যান ও পরিবেশ জনস্বাস্থ্যের জন্য কতটা জরুরি। শেখর কৃষনান নগর উদ্যান উন্নয়নের জন্য এ বিলিয়ন ডলার বিনিয়োগ করতে ইচ্ছুক। তিনি বলেন, ২০৩০ সালের মধ্যে ১০ লাখ নতুন বৃক্ষ রোপণ করা হবে।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।