নিউইয়র্কের সর্বত্র হেইট ক্রাইমের সংখ্যা উত্তরোত্তর বেড়েই চলেছে। সেই ধারাবাহিকতায় এবার এমন জঘন্য ঘটনা ঘটেছে রাজ্যের ইয়ঙ্কার্স সিটিতে। সম্প্রতি ৬৭ বছর বয়সী এক এশিয়ান নারী পাশবিক হামলার শিকার হয়েছেন।
হামলার বিষয়টি স্পষ্টভাবে ধরা পড়ে সিসি ক্যামেরার ফুটেজে। এই ঘটনার প্রেক্ষিতে ইতোমধ্যেই টামেল এস্কো নামের এক ব্যক্তি গ্রেফতার করেছে পুলিশ। ভিডিওতে দেখা যায়, ১২৫টি আঘাতে ওই নারীর চোয়ালের হাড়, মাথার খুলি এবং সারা দেহ রক্তাক্ত করেছে ওই ব্যক্তি।
ইয়ঙ্কার্স সিটির পুলিশ কমিশনার জন জে মুলার এই হামলাকে হেট ক্রাইম হিসেবে বর্ণনা করেছেন। ৪২ বছর বয়সী এস্কোর বিরুদ্ধে হত্যা প্রচেষ্টার অভিযোগ দায়ের করা হয়েছে। ৬৭ বছর বয়সী ওই এশিয়ান নারী বর্তমানে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তার অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।