Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

নিউইয়র্কে জানুয়ারিতে যোগ হয়েছে ২০ হাজার চাকরি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২:৪৫, ১৭ মার্চ ২০২২

আপডেট: ২২:৪৭, ১৭ মার্চ ২০২২

নিউইয়র্কে জানুয়ারিতে যোগ হয়েছে ২০ হাজার চাকরি

গত জানুয়ারি মাসে নিউইয়র্কের চাকরির বাজারে ২০ হাজার চাকরি যোগ হয়েছে। এতে বেকারের সংখ্যা কিছুটা হ্রাস পায়। রাজ্যের ডিপার্টমেন্ট অব লেবারের ১০ মার্চের রিপোর্ট অনুযায়ী, জানুয়ারি মাসে রাজ্যের বেসরকারি খাতে ২০ হাজার ৬০০ চাকরি যোগ হয়েছে। 

এই হার শতকরা ০.৩ শতাংশ। এই নতুন চাকরি তৈরি হওয়ার মাধ্যমে বেকারের হার শতকরা ৫.৪ থেকে কমে ৫.৩ শতাংশে নেমে এসেছে। অবশ্য আশার বাণী নেই নিউইয়র্ক সিটির জন্য। এখানে গড় বেকারের সংখ্যা বেড়েছে। 

আগে বেকারের সংখ্যা ছিল ৭.৪, পয়েন্ট ২ শতাংশ বেড়ে এখন হয়েছে ৭.৬। নিউইয়র্কে বেকারের সংখ্যা গত বছরের ডিসেম্বরে ছিল ৫ লাখ ৫ হাজার ৪০০ জন। সেখান থেকে কমেছে ৪ হাজার ৩০০টি। ফলে জানুয়ারিতে এই সংখ্যা ছিল ৫ লাখ ১ হাজার ১০০ জন। 

আশার বাণী হচ্ছে, ২০২১ সালের জানুয়ারি মাসে নিউইয়র্কে বেকারের সংখ্যা ছিল ৮ লাখ ৮ হাজার ৭০৩ জন, যার শতকরা হার ছিল ৮.৬। এখন তা কমে এসে দাঁড়িয়েছে ৫.৩ শতাংশে।


চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ