Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

নিউইয়র্কে করোনায় মৃতদের স্মরণে আলোকসজ্জা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০০:৩১, ১৬ মার্চ ২০২২

নিউইয়র্কে করোনায় মৃতদের স্মরণে আলোকসজ্জা

নিউইয়র্কে ২০২০ সালের ১৪ মার্চ কোভিড আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় প্রথম মৃত্যুর খবর বের হয়। প্রথম এই মৃত্যুর দ্বিতীয় বার্ষিকী ছিল গতকাল সোমবার। এ উপলক্ষে করোনায় আক্রান্ত মৃতদের স্মরণ করা হয়েছে। 

৪০ হাজার নগরবাসীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সিটি মেয়র এরিক এডামস। করোনায় প্রাণ হারানো সকলের স্মরণে নগর ভবনগুলোতে আলোকসজ্জা করা হয়। 

২০২০ সালের ১৪ মার্চ নিউইয়র্কে প্রথমবারের মতো কোভিড আক্রান্ত হয়ে ম্যানহাটনে ৮২ বছর বয়সী এক নারী মৃত্যুবরণ করেন। সেই প্রথম মৃত্যুর দ্বিতীয় বার্ষিকীতে মেয়র এরিক এডামসের কণ্ঠেও ধ্বনিত হয়েছে শোকাবহ দিনের কথা। 

ফেসবুকে দেয়া এক বার্তায় তিনি বলেন, আমরা প্রায় ৪০ হাজার নিউইয়র্কবাসীর প্রতি শোক জানাই, যারা কোভিড-১৯ এর কারণে জীবন হারিয়েছেন। 

‘এই মহামারি আমাদের পরিবার, বন্ধুবান্ধব এবং প্রতিবেশীরে অবর্ণনীয় কষ্ট এবং বেদনা সৃষ্টি করেছে। অবশ্যই তাদেরকে মনে রাখতে হবে। আমরা কখনই তাদের নাম, তাদের চেহারা বা তারা যেভাবে এই গ্রেট সিটিকে গড়ে তুলেছেন তা ভুলব না।’


চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ