
ম্যানহাটনের ‘মিউজিয়াম অব মডার্ন আর্ট’-এর ভেতরে ছুরিকাঘাতের ঘটনায় দুজন আহত হয়েছেন। গতকাল ১২ মার্চ বিকালে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, জাদুঘরের এক সদস্যের মেম্বারশীপ বাতিলের পর এই হামলা চালানো হয়।
নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্ট সূত্র জানিয়েছে, ৬০ বছর বয়স্ক ওই ব্যক্তি জাদুঘরে প্রবেশ করতে চাইলে তাকে বাধা দেওয়া হয়। এরপর ওই ব্যক্তি জাদুঘরের এক কর্মীর ওপর ঝাঁপিয়ে পড়ে এবং পিঠে আঘাত করে। এরপর কর্মীকে ছুরি দিয়ে বাম কাঁধে আঘাত করে।
এই ঘটনার আগের দিন জাদুঘর কর্তৃপক্ষ ওই ব্যক্তির বাড়িতে সদস্যপদ বাতিলের চিঠি পাঠায়। আহত দুজনকেই উদ্ধার করে বেল্লেভুই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বর্তমানে তাদের অবস্থা স্থিতিশীল।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।