
নিউইয়র্কের অ্যাসেম্বলিম্যান ডেভিড উইপ্রিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের নবনিযুক্ত কনসাল জেনারেল ড. মোহাম্মদ মনিরুল ইসলাম। গতকাল ১১ মার্চ ডেভিড উইপ্রিনের কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এ সময় বাংলাদেশ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্কের নানা বিষয় নিয়ে আলোচনা হয়েছে। আলোচনায় দুই দেশের ব্যবসা-বাণিজ্য, শিক্ষা, সংস্কৃতি, জলবায়ু পরিবর্তনবিষয়ক সহযোগিতা ও রোহিঙ্গা ইস্যু প্রাধান্য পায়।
রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশকে সহযোগিতা ও সমর্থনের জন্য আমেরিকার সরকারের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন মনিরুল ইসলাম।
আলোচনাকালে তিনি ডেভিড উইপ্রিনকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নের বিষয়ে অবহিত করেন। সাক্ষাতকালে কনস্যুলেট জেনারেলের কাউন্সেলর আয়েশা হক উপস্থিত ছিলেন।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।