
নিউইয়র্কের বাফেলোতে আজ ১২ মার্চ কয়েকটি বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সকাল ৭টায় ৭৭ চ্যারেক এভিনিউর একটি বাড়িতে আগুন লাগে। ওই বাড়িটির মালিক একজন বাংলাদেশি বলে জানা গেছে। প্রায় ১ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
এর আগে রাত ৩টা ২২ মিনিটে আগুন লাগার খবর পাওয়া যায় ১৪৯ ওয়েকফিল্ড এভিনিউ-এর একটি বাড়িতে। এরপর আগুন লাগার খবর আসে ৫৮ বারওয়েল এভিনিউ থেকে।
একইসাথে এভাবে তিনটি জায়গায় আগুন লাগার ঘটনায় বাফেলোর বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বাড়িগুলোর অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। কেউ হতাহত হয়েছেন কি-না, সে ব্যাপারে নিশ্চিত করে বলতে পারেনি স্থানীয় প্রশাসন।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।