
যৌন হয়রানির অভিযোগে কলঙ্কিত হয়ে পদত্যাগ করার ছয় মাস পর আবারও রাজনীতিতে ফিরে আসার ইঙ্গিত দিয়েছেন নিউইয়র্কের সাবেক গভর্নর অ্যান্ড্রু কুমো। গত ৬ মার্চ প্রকাশ্যে এসে এই ইঙ্গিত দেন তিনি। ওইদিন এই ডেমোক্র্যাট নেতা ব্রুকলিন গির্জায় যাত্রাবিরতি করেন।
গভর্নরের পদ ছাড়ার পর জনসাধারণের মধ্যে এটাই তার প্রথম প্রকাশ্য উপস্থিতি। এসময় বক্তৃতাকালে তিনি বলেন, আমাকে অন্যায়ভাবে অফিস থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। কুমো বেশ কয়েকবার বাইবেলের উদ্ধৃতি দিয়ে তার দুঃখ-কষ্টের বর্ণনা দেন।
এরপর যারা রাজনৈতিক হীন স্বার্থ চরিতার্থ করার জন্য পরিস্থিতিকে কাজে লাগিয়েছেন সেই ‘রাজনৈতিক হাঙ্গর’দের আক্রমণ করেন তিনি। ডেমোক্র্যাট এই নেতা গত আগস্টে পদত্যাগ করেন।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।