Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

কুইন্সের সাবওয়েতে হ্যামার অ্যাটাক, সন্দেহভাজন গ্রেফতার 

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০১:০৫, ৬ মার্চ ২০২২

কুইন্সের সাবওয়েতে হ্যামার অ্যাটাক, সন্দেহভাজন গ্রেফতার 

সম্প্রতি কুইন্সের সাবওয়েতে একজন মহিলার উপর নৃশংস হাতুড়ি হামলার ঘটনা ঘটেছে। এরপর নিউইয়র্ক পুলিশ ঘটনার তদন্তে নামে। আটক করা হয় সন্দেহভাজনকে ব্যক্তিকে। কর্তৃপক্ষ বলছে, ওই ব্যক্তির নাম উইলিয়াম ব্লান্ট। 

পুলিশ ৫৭ বছর বয়সী ব্লান্টের বিরুদ্ধে খুনের চেষ্টা, ডাকাতি ও হামলার অভিযোগ এনেছেন। জানা যায়, গত ২৪ ফেব্রুয়ারি রাত সোয়া ১১টার দিকে নিনা রথচাইল্ড আক্রমণের শিকার হন। 

লং আইল্যান্ড সিটির একটি পাতাল রেল স্টেশনে যাওয়ার সময় হাতুড়ি হাতে ওই সন্দেহভাজন ব্যক্তি তাকে অনুসরণ করেছিলেন। নিরাপত্তা ভিডিওতে দেখা যায়, নির্মম হামলার সময় রথসচাইল্ডকে হাতুড়ি দিয়ে বারবার মাথায় আঘাত করা হয়। 

এতে তার মাথার খুলি ভেঙ্গে যায় এবং তিনি মারাত্মকভাবে জখম হন। তাকে নিউইয়র্ক-প্রেসবিটেরিয়ান হাসপাতালে গুরুতর অবস্থায় ফেলে রাখা হয়।


চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ