
ইউক্রেনে রাশিয়ার আক্রমণ অব্যাহত থাকায় গভর্নর ক্যাথি হোকুল রাশিয়ার সঙ্গে সব ধরনের ব্যবসা-বাণিজ্য বন্ধ করার ঘোষণা দিয়েছেন। সম্প্রতি এ সংক্রান্ত একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেন তিনি।
এই আদেশ রাশিয়ার সাথে জড়িত সকল প্রকার বিনিয়োগ এবং কেনাকাটা বন্ধ করবে। যতদিন রাশিয়ার বিরুদ্ধে ফেডারেল সরকারের নিষেধাজ্ঞা বহাল থাকবে ততদিন এই আদেশ কার্যকর থাকবে বলে জানা গেছে।
এক প্রেস ব্রিফিংয়ে হোকুল বলেন, ‘আমরা সমস্ত রাষ্ট্রীয় কেনাকাটা, সমস্ত বিনিয়োগ সেইসাথে রাশিয়ার সদর দফতরের তালিকায় থাকা যেকোনো সংস্থার সাথে বিনিয়োগ বন্ধ করতে যাচ্ছি।’
শরণার্থীদের নিউইয়র্কে স্বাগত জানানো হচ্ছে উল্লেখ করে গভর্নর হোকুল বলেন, ‘আমরা আমাদের হৃদয়, আমাদের বাড়িঘর, আমাদের সংস্থানগুলো ইউক্রেনের জনগণের জন্য উন্মুক্ত করব।’
‘আপনার যদি থাকার জায়গার প্রয়োজন হয়, আমরা আপনাকে আমাদের সম্প্রদায়ের সাথে একীভূত হতে সহায়তা করব।’
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।