Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

বাংলাদেশ কনস্যুলেট পরিদর্শনে পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০১:২৭, ৫ মার্চ ২০২২

বাংলাদেশ কনস্যুলেট পরিদর্শনে পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন

যুক্তরাষ্ট্র সফররত পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন নিউইয়র্কের বাংলাদেশ কনস্যুলেট জেনারেল পরিদর্শন করেছেন। গত ২৮ ফেব্রুয়ারি এই পরিদর্শনের সময় তিনি বিভিন্ন ধরনের কনস্যুলার সেবা কার্যক্রম প্রত্যক্ষ করেন। 

কনসাল জেনারেল ড. মোহাম্মদ মনিরুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তারা তাকে কনস্যুলেটে স্বাগত জানান। কনস্যুলেটের কর্মকর্তা ও কর্মচারীদের সাথে মতবিনিময়কালে প্রবাসীদের উন্নত কনস্যুলার সেবা ও সার্বিক কল্যাণ নিশ্চিতকরণের নির্দেশনা প্রদান করেন পররাষ্ট্রমন্ত্রী। 

এ সময় তিনি কনস্যুলার সেবাপ্রার্থী ও কনস্যুলেটে আগত কমিউনিটির সদস্যদের সাথেও কথা বলেন এবং তাদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। 

প্রবাসীদের প্রত্যেককেই বিদেশের মাটিতে বাংলাদেশের শুভেচ্ছা দূত হিসেবে অভিহিত করে দেশের মর্যাদা ও ভাবমূর্তি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য ধন্যবাদ জানান তিনি।


চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ