
নিউইয়র্ক সিটিতে বন্দুক সহিংসতার পর এবার নতুন এক ধরণের আক্রমণের খবর পাওয়া যাচ্ছে। ম্যানহাটানে দুই ঘণ্টা সময়ের মধ্যে সাত জায়গায় নারীদের ওপর আক্রমণের ঘটনা ঘটেছে। আক্রমণের শিকার হওয়া নারীরা সবাই এশিয়ান।
সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে সন্দেহভাজনকে খুঁজে বের করেছে নিউইয়র্ক সিটি পুলিশ। গত ২৭ ফেব্রæয়ারি সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে রাত সাড়ে আটটার মধ্যে আক্রমণগুলো করা হয়েছে বলে জানা গেছে।
পুলিশ জানিয়েছে, অন্তত পাঁচ নারীকে মুখে আঘাত করা হয়েছে। তার আক্রমণের শিকার হন ২০ বছরের তরুণী থেকে ৫৭ বছর বয়সী সাত নারী। এসব ঘটনায় অভিযুক্ত হিসেবে গতকাল ২ মার্চ গ্রেফতার করা হয়েছে ২৮ বছর বয়সী যুবক স্টিভেন জাজককে।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।