
করোনা সংক্রমণের প্রকোপ কমে আসায় নিউইয়র্ক স্টেট কর্মকর্তারা ধীরে ধীরে বিধিনিষেধ প্রত্যাহার করার আদেশ দিতে শুরু করেছেন। কিন্তু রাজ্যের সকলে সরকারের এই সিদ্ধান্তের সঙ্গে একমত হতে পারছেন না। তথ্যটি উঠে এসেছে সিয়েনা কলেজ রিসার্চ ইন্সটিটিউটের সমীক্ষায়।
সমীক্ষায় দেখা গেছে, ৪৫ শতাংশ রেজিস্টার্ড ভোটার প্রকাশ্য স্থানে মাস্ক ব্যবহার অব্যাহত রাখা অথবা সম্পূর্ণ ভ্যাকসিন গ্রহণের প্রমাণ প্রদর্শনের প্রয়োজনের কথা বলেছেন।
৩১ শতাংশ মনে করেন মাস্ক পরার বাধ্যবাধকতা আরও আগেই অবসান ঘটা উচিত ছিল। ২০ শতাংশ মনে করেন যথাসময়েই মাস্ক ব্যবহার বন্ধ করার আদেশ এসেছে।
এদিকে স্কুলে মাস্ক ব্যবহার বন্ধ করার ব্যাপারে স্টেট গভর্নর ক্যাথি হকুলের সিদ্ধান্তে পরিপ্রেক্ষিতে ৫৮ শতাংশের অভিমত হলো, এই সিদ্ধান্ত গ্রহণের আগে অন্তত মার্চ মাসের প্রথমার্ধ পর্যন্ত অপেক্ষা করা প্রয়োজন ছিল।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।