Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

স্কুল শিক্ষার্থীদের টেস্ট কিট দিচ্ছে নিউইয়র্ক সিটি কর্তৃপক্ষ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩:৪৯, ১৯ ফেব্রুয়ারি ২০২২

স্কুল শিক্ষার্থীদের টেস্ট কিট দিচ্ছে নিউইয়র্ক সিটি কর্তৃপক্ষ

নিউইয়র্ক সিটির স্কুল শিক্ষার্থীরা পাচ্ছে কোভিড টেস্ট কিট। গতকাল ১৮ ফেব্রুয়ারি সবাইকে ২টি করে টেস্ট কিট দিয়েছে সিটি কর্তৃপক্ষ। কারণ এদিন শুরু হচ্ছে মিড উইন্টার ভেকেশন। 

স্কুল আবার খুলবে ২৮ ফেব্রুয়ারি। সিটির স্কুল ডিপার্টমেন্ট থেকে বলা হয়েছে, এই ছুটিকালীন সময়ে ছাত্রছাত্রীদের করোনা টেস্ট করানোর জন্য অনুরোধ করছি। ২৮ ফেব্রয়ারি স্কুলে ফেরার আগে দুইবার টেস্ট করানো উচিত। এসব টেস্ট কিটে ১১টি ভাষায় টেস্ট করার পদ্ধতি লেখা রয়েছে। 

সহজেই এই টেস্ট করা যায়। যদি রেজাল্ট পজিটিভ আসে তবে শিক্ষার্থীকে ৫ দিন আইসোলেশনে থাকার পরমর্শ দেয়া হয়েছে। তারা সুস্থতাবোধ করলে ৬ষ্ঠ দিনের মাথায় স্কুলে ফিরতে পারবে।


চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ