নিউইয়র্কের লং আইল্যান্ডে তেলবাহী একটি ট্যাঙ্কার নিয়ন্ত্রণ হারিয়ে ভবনে উঠে যাওয়ার পর তাতে আগুন ধরে যায়। দুর্ঘটনায় প্রাথমিকভাবে ট্রাক ড্রাইভার এবং তিন উদ্ধারকর্মী আহত হওয়ার খবর পাওয়া গেছে। ভিডিও ফুটেজে দেখা গেছে ট্যাঙ্কারে আগুন লাগার ঘটনা।
গতকাল ১৬ ফেব্রুয়ারি প্রকাশিত ফুটেজে দেখা যায়, রকভিল সেন্টার ভবনের সঙ্গে ধাক্কা লাগার পর আগুন লেগে যায় ট্যাঙ্কারটিতে। আগুনের ধোঁয়া আশেপাশের ভবনে ছড়িয়ে পড়ে। কয়েক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে দমকল বাহিনী।
উদ্ধারকারী দলের প্রধান মার্শাল জেইমস জানান, নিউইয়র্ক সিটির ৩০ মাইল পূর্বের নর্থ সেন্টার এভিনিউ এবং সানরাইজ হাইওয়েতে অবস্থিত লা জেড বয় শোরুমে নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে যায় ট্যাঙ্কারটি।
ওই সময় ট্রাকটিতে ১৩শ গ্যালন তেল ছিল বলে জানা গেছে। আগুন লাগার পর ভবনটি ধসে পড়ে। আহত ট্রাক চালক এবং দুই উদ্ধারকর্মীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।