Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

টিকা না নেওয়ায় নিউইয়র্কে ১৪২৮ কর্মী চাকরিচ্যুত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০০:৫৫, ১৭ ফেব্রুয়ারি ২০২২

টিকা না নেওয়ায় নিউইয়র্কে ১৪২৮ কর্মী চাকরিচ্যুত

করোনা ভ্যাকসিন গ্রহণের নির্দেশ না মানার কারণে নিউইয়র্কে ১ হাজার ৪২৮ নগরকর্মীকে চাকরিচ্যুত করা হয়েছে। গত ১১ ফেব্রুয়ারি এসব কর্মীর নামে চাকরিচ্যুতির নোটিশ পাঠানো হয়। এর মধ্যে রয়েছেন শিক্ষা বিভাগের ৯১৪ এবং হাউজিং বিভাগের ১০১ কর্মী।

মেয়র এরিক অ্যাডামস বলেছেন, ‘আমাদের লক্ষ্য টিকা দেয়া, কাউকে চাকরিচ্যুত করা নয়।’ করোনা ভ্যাকসিন নিয়ে এখনও অনেকের মধ্যে সংশয় রয়েছে। 

নিজেদের স্বাস্থ্য নিয়ে সরকারী বাধ্যবাধকতার আদেশকে এসব লোকজন খবরদারি বলে মনে করেন। নিউইয়র্কে গত ১১ ফেব্রুয়ারি পর্যন্ত নগরকর্মীদের টিকা গ্রহণের শেষদিন ছিল। ওই দিনের মধ্যে যাঁরা অন্তত এক ডোজ টিকা গ্রহণ করেননি, তাঁদেরকে চাকরিচ্যুত করা হচ্ছে। 

এরমধ্যে ১ হাজার ৪২৮ জনের নামে চাকরিচ্যুতির নোটিশ গেলেও চূড়ান্ত তালকায় এ সংখ্যা আর বাড়বে বলে মনে করা হচ্ছে।


চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ