
নিউইয়র্ক সিটির সর্বত্র পাবলিক লাইব্রেরি ও সাংস্কৃতিক কেন্দ্র থেকে কোভিড-১৯ টেস্টিং কিট বিতরণ শুরু হয়েছে। সম্পূর্ণ বিনামূল্যে নিউইয়র্কের ১৪টি কালচারাল সেন্টার এবং ২৭টি পাবলিক লাইব্রেরির মাধ্যমে এই টেস্টিং কিট বিতরণের কাজ শুরু হয়েছে।
গত ১১ ফেব্রুয়ারি এই তথ্য জানিয়েছে এনওয়াইসি টেস্ট অ্যান্ড ট্রেইস কর্পোরেশন। গতকাল ১৪ ফেব্রুয়ারি এই বিতরণ কার্যক্রম শুরু হয়।
কর্তৃপক্ষ বলছে, কালচারেল সেন্টার ও লাইব্রেরিগুলোর মধ্য দিয়ে কোভিড-১৯ টেস্টিং কিট বিতরণের ফলে জনসমাজের জন্য সহজেই সেটা সংগ্রহ করা সম্ভব হবে। আপাতত ফ্রি টেস্টিং কিট প্রতিজনকে একটি করেই দেয়া হবে।
কোভিড-১৯-এর নতুন ধারা ওমিক্রনে নিউইয়র্কের পরিস্থিতি গত ডিসেম্বর মাসে বেশ নাজুক হয়ে উঠেছিল। কয়েক সপ্তাহের জন্য হাসপাতালে স্থান সংকুলান হচ্ছিল না। সেই প্রেক্ষিতেই এবার বিনামূল্যে দেওয়া হচ্ছে টেস্টিং কিট।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।