
নিউইয়র্কের মেজর ডিগান এক্সপ্রেসওয়েতে বন্দুকের গুলিতে আহত হয়েছেন ৪৪ বছর বয়স্ক এক ব্যক্তি। গত ১১ ফেব্রুয়ারি ভোরে ব্রঙ্কসের ইউনিভারসিটি হাইটসের সিডার অ্যাভেনিউ এলাকায় গাড়িতে যাওয়ার সময় আরেক গাড়ি থেকে তাকে গুলি করা হয়।
নিউইয়র্ক পুলিশ বিভাগ থেকে এই তথ্য জানানো হয়েছে। পরে গুলিতে আহত ওই ব্যক্তিকে ব্রঙ্কস লেবানন হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
তাঁর অবস্থা এখন আশঙ্কামুক্ত বলে চিকিৎসকরা নিশ্চিত করেছেন। ওদিকে, সন্দেহভাজন হামলাকারীকে ধরতে অভিযান শুরু করেছে পুলিশ।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।