Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

সিটিতে স্থায়ী হচ্ছে রেস্টুরেন্টের আউটডোর ডাইনিং!

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩:৪৫, ১১ ফেব্রুয়ারি ২০২২

সিটিতে স্থায়ী হচ্ছে রেস্টুরেন্টের আউটডোর ডাইনিং!

নিউইয়র্ক সিটির রেস্টুরেন্টগুলোর সংলগ্ন এলাকায় বসে খাওয়ার ব্যবস্থা তথা আউটডোর ডাইনিং স্থায়ী করতে আইন প্রণয়ন করা হচ্ছে। করোনা বাস্তবতায় ২০২০ সালের জুন মাসে মেয়র ব্লাজিও রেস্টুরেন্টগুলোকে এমন সুযোগ দিয়ে অস্থায়ী কর্মসুচি চালু করেছিলেন। 

কর্মসূচির আওতায় নগরের ১২ হাজারেরও বেশি রেস্টুরেন্ট আউটডোর সুবিধার জন্য অনুমতি গ্রহণ করে। এবার নিউইয়র্কের সিটি কাউন্সিল থেকে আউটডোর ডাইনিং স্পেসকে স্থায়ী করার জন্য আইন প্রণয়নের উদ্যোগ নেয়া হয়েছে। 

এ নিয়ে শিগগিরই একটি শুনানি অনুষ্ঠিত হবে। প্রস্তাবে বলা হয়েছে, ১০৫০ ডলার দিয়ে এমন আউটডোর ডাইনিং স্পেসের জন্য রেস্টুরেন্টগুলো লাইসেন্স গ্রহণ করতে পারবে এবং প্রতিবছরের নবায়নের জন্য ফি নির্ধারণ করা হয়েছে ৫২৫ ডলার। 

কত বছরের মেয়াদের জন্য এই সুবিধা নবায়ন করা যাবে, তা নিয়ে বিস্তারিত কিছু এখনও জানা যায়নি। শিগগিরই এ ব্যাপারে নির্দেশনা জানানো হবে।


চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ