Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

দেউলিয়া হওয়ার মুখোমুখি সিটির ৬৮ হাজার ভাড়াটিয়া

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০০:৩৭, ১১ ফেব্রুয়ারি ২০২২

দেউলিয়া হওয়ার মুখোমুখি সিটির ৬৮ হাজার ভাড়াটিয়া

কোভিড মহামারির কারণে সৃষ্ট আর্থিক সংকটের ফলে নিউইয়র্ক সিটির পাবলিক হাউজিংয়ে বসবাসকারী প্রায় ৬৮ হাজার ভাড়াটিয়া দেউলিয়া হওয়ার মুখোমুখি। ২০২০ থেকে ২০২১ সালের শেষ পর্যন্ত বকেয়া ভাড়ার পরিমাণ দাঁড়িয়েছে ৩৬৪ মিলিয়ন ডলার। 

এই সংখ্যা নিউইয়র্ক সিটির সরকারি আবাসনে বসবাসকারী পরিবারের প্রায় ৪২ শতাংশ। 

যুক্তরাষ্ট্রের বৃহত্তম হাউজিং ব্যবস্থাপনা পরিচালনাকারী প্রতিষ্ঠান ‘নিউইয়র্ক সিটি হাউজিং অথরিটি এই বিপুল পরিমাণ বকেয়া ভাড়ার কারণে ভাড়াটেদের উচ্ছেদ না করার প্রতিশ্রুতি দিলেও যারা ভাড়া পরিশোধে ব্যর্থ হয়েছেন, তাদের উৎকণ্ঠা কমেনি। 

অর্থনৈতিক সংকট কাটানোর উপায় হিসেবে তারা হাউজিং অথরিটির কাছে ভাড়া হ্রাস করার জন্য দেনদরবার করছেন বলে নিউইয়র্ক টাইমসের এক রিপোর্টে উল্লেখ করা হয়েছে।


চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় channel786news@gmail.com। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ