
স্ট্যাটেন আইল্যান্ডের কংগ্রেসনাল আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন নিউইয়র্কের সাবেক মেয়র বিল ডি ব্লাজিও। পার্ক স্লোপ স্ট্যাটেন আইল্যান্ডের কংগ্রেসনাল ডিস্ট্রিক্টের অংশ হওয়ার সম্ভাবনার সঙ্গে সঙ্গে ডি ব্লাজিওর এই আসনে প্রতিদ্বন্দ্বিতার সম্ভাবনাও বেড়ে গেছে।
স্ট্যাটেন আইল্যান্ড ও ব্রুকলিনের ডেমোক্র্যাটিক ভোটারদের সাম্প্রতিক একটি জরিপ থেকে এমনটাই ইঙ্গিত পাওয়া গেছে। সাবেক মেয়র বা অন্য কোনো ডেমোক্র্যাটিক প্রার্থীকে প্রাথমিকভাবে বাছাই করার সম্ভাব্যতা যাচাই করতে ফোন-ভিত্তিক এই জরিপ চালানো হয়।
জরিপটিতে অর্থায়ন করছেন ডি ব্লাজিও। নিউইয়র্কের সাবেক মেয়র ব্লাজিও পার্ক স্লোপে বসবাস করেন।
সাবেক কংগ্রেসম্যান ম্যাক্স রোজ ইতোমধ্যেই এই আসনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন। রোজ গত সপ্তাহে একটি তহবিল সংগ্রহের ই-মেইলে লিখেছেন, নিউইয়র্ক সিটির সাবেক মেয়র বিল ডি ব্লাজিও আমার প্রাথমিক প্রতিপক্ষ হতে পারেন।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।