
চলছে ভাষার মাস ফেব্রুয়ারি। এ উপলক্ষে নিউইয়র্কের কমিউনিটি নিউজ নেটওয়ার্ক চ্যানেল-৭৮৬ ধর্ম ও রাজনীতি নিরপেক্ষ একটি একুশের সংকলন প্রকাশ করার উদ্যোগ নিয়েছে। ‘প্রবাসে বাংলা চর্চা’ প্রতিপাদ্যকে সামনে রেখে সংকলনটি প্রকাশিত হবে আগামী ২১ ফেব্রুয়ারি।
দেশ ও প্রবাসের বরেণ্য লেখকদের মূল্যবান লেখায় সাজানো হবে ‘বাংলা’। থাকছে গল্প, কবিতা, প্রবন্ধ, ছড়া, ভ্রমণ কাহিনী, স্মৃতিকথা ও একুশের কাব্যলেখ্য।
আকর্ষণীয় এই ম্যাগাজিনটির লেখক তালিকায় থাকছেন- ড. জ্যোতিপ্রকাশ দত্ত, ড. পূরবী বসু, ড. দিলারা হাফিজ, আনোয়ার হোসেইন মঞ্জু, কাজী জহিরুল ইসলাম, ড. আশরাফ উদ্দিন আহমেদ, ড. মোস্তফা সারওয়ার, ড. লোকানন্দ ভিক্ষু, ড. ধনঞ্জয় সাহা এবং রেজা অনিরুদ্ধ।
তালিকায় আরও আছেন- দিমা নেফারতিতি, নুর কামরুন নাহার, উপালি শ্রমণ, শেলী জামান খান, নাসিমা আক্তার, হাসান আমজাদ খান, রওশন হক, এন্থনি পিউস গোমেজ, এইচ বি রিতা, তাজনীন আমান, আতাহার খান, সালেম সুলেরী, সুমিত বসু, ফেরদৌস সালাম, নাসরীন নঈম।
‘বাংলা’তে আরও লিখবেন- খসরু পারভেজ, তূয়া নূর, শাকিল রিয়াজ, বাদল ঘোষ, মামুন জামিল, মারজানা সাবিয়া শুচি, তাহমিনা সুলতানা, অর্ঘ্য রায় চৌধুরী, কেয়া চ্যাটার্জী, রুবানা ফারাহ আদিবা, মিতা হোসেন, রাজিয়া নাজমীসহ আরও অনেকে।
ম্যাগাজিনটিতে আকর্ষণীয় মূল্যে বিজ্ঞাপন প্রচার করা হবে। প্রিন্ট মাধ্যমে প্রচারের পাশাপাশি সেই বিজ্ঞাপন ওয়েবেও দেওয়া হবে। এক বার্তায় পণ্য, প্রতিষ্ঠান কিংবা ব্যক্তির প্রচারের জন্য চ্যানেল ৭৮৬ এর এই প্রকাশনাটিতে বিজ্ঞাপন প্রকাশের আহ্বান জানানো হয়েছে।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।