
অন্যরকম এক অভিজ্ঞতার মুখোমুখি হয়েছে নিউইয়র্কবাসী। গত ২ ফেব্রুয়ারি সেন্ট্রাল পার্কে সারা দিন ধরেই এই সোনার পাত্রটি পডেছিল। বিষয়টা ছিল একটা প্রচারণার অংশ। জার্মান শিল্পী নিকোলাস কাস্টেলো এই সোনার পাত্রটি তৈরি করেছেন।
একটি ক্রিপ্টো মুদ্রা কাস্টেলো কয়েনের জন্য অভিনব প্রচারের পন্থা হিসেবেই সোনার পাত্রটি সেন্ট্রাল পার্কে রাখা হয়েছিল। জানা যায়, এই সোনার পাত্রটি বানাতে লেগেছে প্রায় ১২ মিলিয়ন ডলার অর্থ।
৪৩ বছর বয়সী শিল্পী নিকোলাস এ জানান, পাত্রটি তিনি কখনই বিক্রি করবেন না। সোনার পাত্রটি একদিন বাদেই পার্ক থেকে সরিয়ে নেওয়া হয়। তারপর সেটিকে একটি ডিনার পার্টিতে নিয়ে যাওয়া হয় অতিথিদের দেখানোর জন্য!
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।