
নিউইয়র্কের ফুটপাতে হাঁটলেই এখন দেখা যাচ্ছে নানান পদের মাছ। বিশেষ করে তুষারপাত, প্রচন্ত ঠান্ডা ও বৃষ্টির দিনে ফুটপাতে এসব মাছের দেখা মিলছে। বাংলাদেশি অধ্যূষিত এলাকাগুলোর বাঙালি গ্রোসারির সামনে টেবিলের ওপর থরে থরে মাছ সাজিয়ে রাখা হয়েছে।
ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করার জন্যই এই অভিনব পন্থা অবলম্বন করা হয়েছে। গত কয়েকদিন নিউইয়র্কে প্রচন্ড ঠান্ডা পড়েছিল। আর সেই সাথে ছিল তুষারপাত। তাপমাত্রাও ছিল হিমাঙ্কের নিচে।
এই সুযোগে ‘প্রাকৃতির ফ্রীজ’ কাজে লাগিয়ে জ্যাকসন হাইটস, জ্যামাইকা, ওজন পার্ক, ব্রুকলিন এবং ব্রঙ্কসের বিভিন্ন এলাকায় বাঙ্গালি গ্রোসারীর মালিকরা ফুটপাতে মাছ বিক্রি করছেন।
ফুটপাতে হাঁটলেই দেখা মিলছে- ইলিশ, পুঁটি, কই, মাগুর. কাতল. চিতল, রুই, পাঙ্গাস, চিংড়ি, বাইন, কোরাল, তেলাপিয়াসহ বিভিন্ন রকমের মাছ।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।