
নিউইয়র্ক সিটির মেডেলিয়ন ড্রাইভাররা আরও ৩০ হাজার ডলারের অনুদান পেতে যাচ্ছেন। গেল বছর নভেম্বর ও ডিসেম্বরে ক্ষতিগ্রস্থ মেডেলিয়ন মালিকরা ২৯ হাজার ডলার করে অনুদান পেয়েছিলেন।
অ্যাপস ভিত্তিক রাইড শেয়ারের আগমন ও করোনা প্রভাবের কারণে ইয়োলো ক্যাব ব্যবসায় ধস নামে। ফলশ্রুতিতে প্রত্যেকটি ইয়োলো ক্যাবের সাথে সম্পৃক্ত মেডেলিয়নের দাম মিলিয়ন ডলার থেকে নেমে আসে ৬০ থেকে ৭০ হাজার ডলারে।
দুশ্চিন্তা ও হতাশায় ২ জন ড্রাইভার হার্ট অ্যাটাকে মারাও যান। এ অবস্থায় ফেডারেল সরকারের স্টিমুলাস প্রদানের পর ৬৫ মিলিয়ন ডলারের অনুদান নিয়ে এগিয়ে আসে সিটি।
প্রত্যেক মেডেলিয়ন মালিকককে ২৯ হাজার ডলারের অনুদান প্রদান করে। কিন্তু এখনও ইয়োলো ক্যাব ব্যবসা ঘুরে দাঁড়াতে পারেনি। তাই নতুন করে অনুদান পেতে যাচ্ছেন তারা।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।